ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০১ অক্টোবর ২০১৫

প্রশ্ন ফাঁস বন্ধ করে পুনরায় সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা নেয়া, সাধারণ শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে বর্বরোচিত পুলিশি হামলার বিচার ও গ্রেফতারদের মুক্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে জেলা শহর মাইজদী টাউন হল মোড় থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার, সদস্য জহির উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রশ্ন ফাঁসের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হয়েছে। এ ঘটনায়  জড়িত কয়েকজনকে গ্রেফতার করলেও ফাঁসকৃত প্রশ্নে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করা হয়নি।

ফলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা এ ভর্তি পরীক্ষা বাতিল করে ফাঁসমুক্ত প্রশ্নে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনে নামে। কিন্তু যৌক্তিক এ আন্দোলনে পুলিশ নিপীড়ন ও গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকায় আয়োজিত ছাত্রফ্রন্টের মিছিল থেকেও পুলিশ ১৫-২০ জনকে ধরে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করে।

বক্তারা অবিলম্বে ছাত্র ফ্রন্ট নেতা সালমানসহ গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিয়ে হামলাকারী পুলিশদের বিচার ও ফাঁসমুক্ত প্রশ্নে মেডিকেল পুনঃভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানান।

মিজানুর রহমান/এমজেড/বিএ