ফুলগাজীতে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণ
ফুলগাজীতে স্বামী পরিত্যক্তা এক নারীকে ঘরে ঢুকে গণধর্ষণ শেষে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ফুলগাজী সদর ইউনিয়নের মনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, প্রতিদিনের মতো উপজেলার ওই এলাকার রিকশাচালক আবদুল মান্নান কাজের উদ্দেশে বের হন ও তার মা পার্শ্ববর্তী বাড়িতে কাজে যায়। এ সুযোগে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তিন দুর্বৃত্ত ঘরে ঢুকে জোরপূর্বক তাদের স্বামী পরিত্যক্তা মেয়েকে (২০) গণধর্ষণ করেন।
এসময় তারা ওই নারীর মুখে বিষ ঢেলে দিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই দিন রাতে ফুলগাজী স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে নির্যাতিতার বাবা আবদুল মান্নান বাদী হয়ে ফুলগাজী থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তিনি উল্লেখ করেন, বিয়ের কয়েক মাস পর তার মেয়ের ছাড়াছাড়ি হয়।
এরপর থেকে সে তার বাড়িতে থাকতেন। বিগত কিছুদিন ধরে স্থানীয় বখাটে হুমায়ূন, বেলাল ও রুবেল বিভিন্নভাবে তার মেয়েকে উত্যক্ত করে আসছিলেন। ঘটনার পর থেকে মামলা হলে হত্যা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন তারা।
আধুনিক ফেনী সদর হাসাপতালের তত্ত্বাবধায়ক ডা. সরওয়ার জাহান জাগো নিউজকে জানান, নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে গণধর্ষণ না ধর্ষণ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (এসআই) মো. মাঈনুদ্দিন জাগো নিউজকে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার জাগো নিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখে ফুলগাজী থানার পরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
জহিরুল হক মিলু/এমজেড/বিএ