ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামুর সহিংসতা : নাইক্ষ্যংছড়ি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০১ অক্টোবর ২০১৫

রামুর সহিংসতার ঘটনায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ পৌঁছায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়েতের কার্যালয়ে। সন্ধ্যায় জাগো নিউজকে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে তোফায়েলকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের বিরুদ্ধে ২০১২ সনে রামুর বৌদ্ধ বসতিতে হামলার ঘটনায় দায়ের করা ৩৯/২০১২ (জিআর ৩০৬/২০১২ দণ্ডবিধি ২৯৫/২৯৫ (ক)/১৫৩(ক)৫০৫/১০৯/৩৪ ধারা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


সৈকত দাশ/এআরএ/পিআর