ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবা আসক্ত আ.লীগ নেতার পথেই ছেলে

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রকাশ্যেই করেন ইয়াবা সেবন। ছেলে খালিদ হাসান খোকনও (২৫) সে পথেই এগিয়ে চলছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাগবজর বাজার এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে আনিছুর রহমানের ইয়াবা সেবনের ভিডিও প্রকাশ হয়। তা নিয়ে নন্দীগ্রামে তোলপাড় হয়েছিল। ভিডিওত্রে দেখা যায় আয়েশি ভঙ্গিতে সহযোগীদের নিয়ে নেশা করছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমেও সে খবর প্রকাশ হয়।

কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আজিজুর রহমান জানান, ভাটরা ইউনিয়নের ভাগবজর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হচ্ছে এমন খবর পেয়ে সন্ধ্যায় সেখানে অভিযান চালায়। এ সময়ে সেখানে শুধু খালিদ হাসান খোকনকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে ৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, খোকনকে ছাড়তে থানা ও তদন্ত কেন্দ্রে নেতাকর্মীরা ব্যাপক তদবির শুরু করে।

গত ৮ অক্টোবর ‘নেশাখোর’ নেতার ভিডিও ভাইরাল শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সেই ভিডিও দেখে চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্র সমালোচনার ঝড় বয়ে যায়।

এলাকাবাসী জানায়, নাটোরের সিংড়া উপজেলার মালকুর আলিয়া মাদরাসা থেকে খোকন দাখিল পাস করে। পরে বগুড়া জামিল মাদরাসায় কিতাব বিভাগে কিছুদিন পড়ার পর বাড়িতে চলে আসে। এরপর বছর খানেক আগে বিয়ে করে। সে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও এলাকার মাদক সেবনকারীদের সঙ্গে রয়েছে সখ্যতা। অভিযোগ রয়েছে নিজে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত।

আজ (২২ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান বলেন, দলের উপজেলা সাধারণ সম্পাদকের নেশা সেবনের ভিডিও নিয়েই আমরা বিব্রত রয়েছি। এখন আবার তার ছেলে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। তাই নেশাখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ আওয়ামী লীগে থাকতে পারবে না। মাদকসেবী কোনো দলের নয়, তারা জাতির শত্রু। অবিলম্বে ‘নেশাখোর’ আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান এবং তার সহযোগীদের বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে আলোচিত আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।

লিমন বাসার/এমএমজেড/জেআইএম