ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০১ অক্টোবর ২০১৫

যশোরের বেনাপোলে সোনালী ব্যাংকের সামনে থেকে সিঅ্যান্ডএফ এজেন্টের ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বাদীকে হুমকি দিয়েছেন অন্য আসামিরা। প্রধান আসামি হাফিজুর গ্রেফতার হওয়ার পর বাকি আসামিরা মামলা তুলে নিতে ১৫ দিনের সময় বেধে দিয়েছেন বাদী আব্দুর রহিমকে। তা না হলে তাকে সামাদের মতো হত্যা করা হবে বলে ফোনে হুমকি দেয়া হচ্ছে।

অভিযোগে জানা গেছে, টাকা ছিনতাইকারী আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন। বৃহস্পতিবার দুপুরে এক আসামি ফোনে বাদী আব্দুর রহিমকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেন। এ ঘটনায় আব্দুর রহিম জীবনের ভয়ে বেনাপোল ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

টাকা ছিনতাইয়ের অন্যতম আসামি হাফিজুরকে রিমান্ডে নিলে ও তার সহযোগী কাগজপুকুরের সাইফুলের ভাই মনির ও কাগমারির আজিজুরকে গ্রেফতার করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। বিষয়টি বেনাপোল পোর্ট থানায় জানানো হয়েছে। টাকা ছিনতাইয়ের ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশ এ পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর