ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালিহাতিতে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০১:০৪ পিএম, ০১ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলের কালিহাতিতে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়।

কালিহাতি আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতি বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকা এবং ঘাটাইলের হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জাগো নিউজকে জানান, সম্প্রতি কালিহাতিতে ছেলের সামনে মায়ের সম্ভ্রমহানির প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে হতাহতদের ক্ষতিপূরণের ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে শুক্রবার বিকেল ৩টায় কৃষক শ্রমিক জনতা লীগ এক সমাবেশের ডাক দেয়।

অন্যদিকে, একই দিনে উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে সমাবেশের ডাক দেন।

দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কালিহাতিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তাই ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআরএ/পিআর