নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক
নোয়াখালীর সেনবাগে অস্ত্রসহ কাজী ইমন (১৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের কাজী গোফরানের ছেলে।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, উক্ত গ্রামের আবদুর রহিমের জয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে কাজী ইমন প্রায়ই উত্যক্ত করেন। এ নিয়ে তার চাচাতো ভাই প্রতিবাদ করলে দুপুরে ইমন অস্ত্র নিয়ে তাকে তাকে হত্যা করার জন্য আসলে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু