কবি রবীন্দ্রনাথ অধিকারীর ৬১ তম জন্মদিন আজ
গোপালগঞ্জের সত্তর দশকের লেখক কবি রবীন্দ্রনাথ অধিকারীর ৬১ তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১ অক্টোবর কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে তার জন্ম। তার পিতার নাম মঙ্গল চন্দ্র অধিকারী, মাতার নাম মানিক্যময়ী অধিকারী। প্রায় অর্ধশতক ধরে তিনি লেখালেখি করছেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘শহর ছেড়ে চলে যাচ্ছি সুরতমা’ (১৯৯৯), ‘সূর্যাস্তের গোধূলি বিকেল’ (২০০৫), ‘একজন মৌনমুগ্ধ’ (২০০৭)। এছাড়া ‘গোপালগঞ্জের এনসাইক্লোপিডিয়া’ (১৯৯৮), ‘গোপালগঞ্জ জেলার লুপ্তপ্রায় এবং চলমান লোক সংস্কৃতি’ (২০০৩), ‘গোপালগঞ্জের ইতিহাস ও সংস্কৃতি’ (২০০৯), ’হেমায়েত বাহিনীর বরিশাল অঞ্চলে মুক্তিযুদ্ধের তৎপরতা’ (২০১২), ‘কোটালীপাড়ার মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ (২০১৫) গ্রন্থেরও রচয়িতা তিনি।
তিনি জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও দক্ষিণ বাংলা লেখক ফোরাম গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি। তার জন্মদিন উপলক্ষে রিপোটার্স ফোরাম, কবিতা পরিষদ, দক্ষিণ বাংলা লেখক ফোরমের পক্ষ থেকে আজ বিকেলে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এস এম হুমাযূন কবীর/এআরএ/পিআর