ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতার মারপিটে আহত আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১০:১১ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

নাটোরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর মারপিটে আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলেক শেখ। তিনি জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের ছোট ভাই ও স্থানীয় দৈনিক বারবেলার সম্পাদক-প্রকাশক।

আলেক শেখ অভিযোগ করেন, দলের কেন্দ্রীয় সম্মেলনের ডেলিগেট তালিকায় নাম রাখা হয়নি কেন জানতে চাওয়ায় চুন্নু ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন অ্যাডভোকেট আলেক শেখ।

তিনি বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে জেলা কার্যালয়ে গিয়ে পৌর আওয়ামী লীগ সভাপতির কাছে জানতে চান দলের কেন্দ্রীয় সম্মেলনের ডেলিগেট তালিকায় কেন তার নাম নেই। এতে চুন্নু ক্ষিপ্ত হয়ে বলে, তুই কে যে তোর নাম রাখতে হবে? এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে চুন্নু আমার ওপর হামলা করে। এ সময় সেখানে থাকা অন্যান্য নেতাদের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পাই।

তিনি আরও জানান, পরে নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় দলের সভানেত্রীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে বিচার দাবি করেন তিনি।

আলেক শেখ জানান, চুন্নু জাতীয় পার্টি (জাপা) থেকে দলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এছাড়া তাকে হত্যারও হুমকি দিয়েছেন। এজন্য নিজের নিরাপত্তা দাবি করে তিনি জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আলেক শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ভাই আওয়ামী লীগের নেতা ছিল। তার পরিবার আওয়ামী লীগের পরিবার। তাকে শারীরিকভাবে নির্যাতন করায় যতটা না কষ্ট পয়েছেন, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন মনে।

এ বিষয়ে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু বলেন, আলেক শেখ উত্তেজিত হয়ে তাকে কেন ডেলিগেট করা হয়নি জানতে চায়। আমি তাকে বিষয়টি নিয়ে এমপির সঙ্গে কথা বলার পরামর্শ দেই। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা মারে। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমি তাকে মারপিট করিনি।

রেজাঊল করিম রেজা/এমএমজেড/পিআর