রাজশাহীতে মেডিকেলে ভর্তিচ্ছুদের বিক্ষোভ ও মানববন্ধন
`প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বার মাস`, ‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজারদরে’, ‘প্রশ্নপত্র ফাঁস হলে দেশ যাবে রসাতলে’ ইত্যাদি স্লোগানের পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
শিক্ষার্থীরা বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য এই পরীক্ষার ফলাফল বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেয়া হোক। একই সঙ্গে এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর