কালীগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ঈদ বকশিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় কোথাও কোথাও যানবাহনের চালকদের কাছে যাত্রী নাজেহাল হওয়ারও অভিযোগ পাওয়া গেছে। আর এতে যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাপাসিয়া রোড থেকে দোলান বাজার, জাঙ্গালীয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা, কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ঘোড়াশাল, জামালপুর, সাওরাইদ সড়কে মাহেন্দ্র, দোলান বাজার-জামালপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা, কালীগঞ্জ-নাগরী সড়কে ভটভটি ও ইজিবাইক, কালীগঞ্জ খেয়াঘাট-দাউদপুর সড়কে ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক এবং কালীগঞ্জ-টঙ্গী সড়কে লেগুনা ও বাসে জন প্রতি ৫/১০ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
তবে উপজেলার অন্য সড়কগুলোর চেয়ে কাপাসিয়া রোড-দোলান বাজার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। আর ওই সড়কে যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করতে গিয়ে যানবাহন চালকদের কাছে নাজেহাল হয়েছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মাহেন্দ্র চালক উপজেলার মুনশুরপুর গ্রামের তানজিম (২৫) বলেন, ঈদ এলে রাস্তার বিভিন্ন স্থানে নেতাদের বাড়তি চাঁদা দিতে হয়। যাত্রীদের কাছে ন্যায্য ভাড়া আদায় করলে নেতাদের বাড়তি চাঁদা দিব কিভাবে। তাই যাত্রীদের কাছে ৫/১০ টাকা বাড়তি ভাড়া আদায় করছি।
কাপাসিয়া রোড-দোলান বাজার সড়কের সিএনজিচালিত অটোরিকশা চালক উপজেলার দোলান বাজার এলাকার সবুজ (৪০) বলেন, বছরে দুইটা ঈদে যাত্রীরা যদি আমাদের ৫/১০ টাকা বেশি না দেয় তবে আর কবে দিবে।
দোলান বাজার সিএনজিস্ট্যান্ডে ৩০ টাকার ভাড়া ৪০ টাকা নেয়ার প্রতিবাদ করেন উপজেলার কলাপাটুয়া গ্রামের সোহেল আহমেদ খাঁন (২৫)। এ কারণে ওই স্ট্যান্ডের সিএনজিচালিত অটোরিকশা চালকদের হাতে তাকে নাজেহাল হতে হয়। বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় একইভাবে নাজেহাল হতে হয় উপজেলার চুয়ারীখোলার মো. নাসির উদ্দিনকেও (৪০)।
এ ব্যাপারে কথা হয় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কালীগঞ্জ শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুল ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঙ্গে। তারা জানান, ঈদ পরবর্তী দিনগুলোতে ঈদ বকশিসের নামে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তাদের কাছে এসেছে। তারা বিষয়টি উপজেলার সকল সড়কের সুপারভাইজারদের সঙ্গে কথা বলে মোটামোটি ব্যবস্থা নিলেও কয়েকজনের কারণে কাপাসিয়া রোড-দোলান বাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেনি।
এ ব্যাাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, থানায় লিখিত বা মৌখিক এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো।
আব্দুর রহমান আরমান/এসএস/পিআর