ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিটি ভবন যেন এক টুকরো লাল-সবুজের পতাকা

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১০:১৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বিজয়ের ৪৮ বছর পূর্ণ করে ৪৯-এ পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। এবারের বিজয় উৎসবকে সাজাতে লাল সবুজ আলোয় সেজেছে সিলেট। প্রকৃতিতে শীতের উপস্থিতির সঙ্গে বিজয়ের আনন্দ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে নগর ঘুরে দেখা যায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, অফিস-আদালত সেজেছে বর্ণিল সাজে। সন্ধ্যার পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো শহর। চোখ ধাঁধানো আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার। আলোক সজ্জার প্রতিটি ভবন যেন এক টুকরো লাল সবুজের পতাকা।

এদিকে, মহান বিজয় দিবস উদযাপনে সাজসজ্জার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে বাদ জোহর, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা এবং হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানে খাবার পরিবেশন করা হবে। দিনব্যাপী সব সিনেমা হল, জেলা স্টেডিয়াম, সরকারি আলিয়া মাদরাসা মাঠ, উপজেলা সদরসহ অন্যান্য স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, সকাল সন্ধ্যা ওসমানী পার্ক ও জাদুঘর উন্মুক্ত রাখা এবং বাংলাদেশ বেতার সিলেটে দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে।

বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যা ৬টায় কবি নজরুল অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজয় উৎসবকে রাঙাতে বর্ণিল সাজে সেজেছে বিভাগীয় নগরী সিলেট। নগর ঘুরে দেখা গেছে, নগরভবন, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সার্কিট হাউস, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে নগরীর বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন রঙের এসব আলোকসজ্জা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে।

ভোরের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও সিলেট জেলা স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সকাল ৭টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

অন্যদিকে বিজয় দিবসকে সামনে রেখে সিলেটে তৎপর পুলিশ। বিজয় দিবসে স্বাভাবিকভাবেই দেশজুড়ে থাকবে সরকারি-বেসরকারি নানা কর্মসূচি। এসব কর্মসূচি যথাযথভাবে পালনে ও জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের গণকবরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী দেয়া হবে। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ছামির মাহমুদ/এএম/এমএস