ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেন্দীগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০১ অক্টোবর ২০১৫

বরিশালের মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতাসহ তিনজনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব দেওয়ান।

তিনি বলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ সরদারের সঙ্গে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। শুধু বিএনপি করি বলেই আলতাফ সরদারের নেতৃত্বে ৩০/৪০ জন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আসবাবপত্র ভাঙচুর করে বাড়ির টিন খুলে নিয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

যুবদলের যুগ্ম আহ্বাবায়ক মিজান মাঝি জানান, হঠাৎ করে হামলা চালানো হয় তিনটি বাড়িতে। এ সময় তিনি এবং তার মামা পালিয়ে রক্ষা পায়।

ঘটনার বিষয়ে মামলা কিংবা পুলিশকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে মিজান মাঝি বলেন, এ সকল বিষয় পুলিশকে জানালে কিছু হয় না। উল্টো হয়রানির শিকার হতে হয়।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন আছে। তবে বাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। সকালে সরদার গ্রুপের লোকজন সেখানে গেলে দেওয়ান গ্রুপের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর চেয়ে বেশি কিছু ঘটেনি। নিজেরাই ঘরের টিন খুলে অন্যদের দোষারোপ করছে দেওয়ান গ্রুপ।

সাইফ আমীন/এসএস/আরআইপি