ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার বুড়িচংয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মালিকানাধীন একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লাস্থ-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমানের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে মঙ্গলবার গভীর রাতে বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারে বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকানের মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।  

ঘটনাস্থল পরিদর্শনে এসে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, `অগ্নিকাণ্ডের নিশ্চিত কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সাত দিনের মধ্যে এ রিপোর্ট পাওয়া যাবে।`

এদিকে, বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ ৬০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর