থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা নেই
বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ভ্রমণে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।
বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে তিনি এ তথ্য জানান।
এছাড়াও তিনি বলেন, বর্ষা মৌসুমে নদীতে প্রবল স্রোতে থানচির দর্শনীয় স্থানগুলো পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়। আর কিছুদিন আগে নৌকাডুবিতে বড়পাথর এলাকায় এক বিজিবি সদস্য মারা যান। বিষয়গুলো পর্যবেক্ষণ করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট এবং টিউব ব্যবহারে জেলা প্রশাসন থেকে পরামর্শ দেওয়া হচ্ছে ।
প্রসঙ্গত, থানচি উপজেলার রেমাক্রী জলপ্রপাত, তিন্দু, বড়পাথর, নাফাকুম ঝর্ণা, বড়মদক, ছোট মদক সহ অসংখ্য দর্শনীয় স্থান দেখতে প্রতি বছর শত শত পর্যটক এসব স্থানে ভিড় করেন।
সৈকত দাশ/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু