ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে

প্রকাশিত: ০৯:৩৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীর বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া নৌরুটে বাড়ছে মানুষ ও যানবাহনের বাড়তি চাপ।

সরেজমিনে দেখা গেছে, পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফেরার জন্য দৌলতদিয়া ঘাট প্রান্তে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন। তবে গরমে শিশু ও নারীদের যেন কষ্টের শেষ নেই।

ঈদের পর থেকে বুধবার পর্যন্ত আবহাওয়া ভাল এবং নদী শান্ত থাকায় ঢাকামুখী অনেক সাধারণ মানুষ ফেরির পাশাপশি লঞ্চে নদী পার হচ্ছে। লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই যেন না করা হয় সেজন্য পুলিশ, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা তদারকি করছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৯টি রো রো, ৩টি ছোট কে টাইপ ও ৫টি ইউটিলিটিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে। ফলে নদী পারের জন্য ঘাটে আসা গাড়িগুলো দ্রুত পার হয়ে যাচ্ছে।

রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নেতৃত্বে দৌলতদিয়া ঘাটে কোনো প্রকারের বে-আইনি কর্মকাণ্ড এবং দালাল,অজ্ঞান পার্টির খপ্পরে পরে যেন কোনো মানুষের জান মালের ক্ষতি না হয় সেজন্য ঘাটে অতিরিক্ত পুলিশ, ট্রাফিক, আর্ম ব্যাটালিয়ন পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ প্রশাসন। ঘাটে সিরিয়াল অনুসারে গাড়ি পার করছে ট্রাফিক বিভাগ। জেলা পুলিশ প্রশাসন দৌলতদিয়া ঘাটকে দালালমুক্ত করার অভিযান অব্যাহত রেখেছে।

রুবেলুর রহমান/এসএস/পিআর