ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের ট্যুরিস্ট হেল্প ডেস্ক উদ্বোধন, সব সেবা পাওয়া যাবে

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৮:০১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৯

পর্যটন শহর কক্সবাজারকে যানজট মুক্ত রাখতে সবার আন্তরিকতা দরকার বলে মন্তব্য করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তার মতে সকলের আন্তরিক সহযোগিতা পেলে পর্যটন নগরীকে সবার জন্য উপভোগ্য করে রাখা সম্ভব। এজন্য শহরের বিভিন্ন পয়েন্টে ওয়ান ওয়ে চলাচল মেনে চলতে পর্যটক ও স্থানীয়দের প্রতি অনুরোধ করেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে পর্যটক সেবার লক্ষ্যে নির্মিত ‘ট্যুরিস্ট হেল্প ডেক্স’ উদ্বোধনকালে এসপি এসব কথা বলেছেন।

পুলিশ সুপার মাসুদ হোসেন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পর্যটন এলাকার ল লক্ষ্মী হলেন পর্যটক। বিশ্ব নন্দিত পর্যটনস্পট হিসেবে কক্সবাজারে এখন মৌসুম, অমৌসুম বলে কোনো সময় নেই। প্রায় পুরো বছরই পর্যটক আনাগোণা রয়েছে এখানে। তবে শীত বা পর্যটন মৌসুমে পর্যটক আধিক্য থাকে বেশি। এসময় যানজটে নাকাল হবার অভিযোগ বেশি শোনা যায়। তাই সৈকত নগরীতে এসে যেন যানজটের স্মৃতি নিয়ে কোনো পর্যটককে ফিরতে না হয় সেদিকে আন্তরিকভাবে নজর রাখতে হবে।

ট্যুরিস্ট হেলপ ডেস্ক উদ্বোধনকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কবির, ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান, হোটেল দ্য কক্স টু-ডের এজিএম আবু তালেব শাহ প্রমুখ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, কক্সবাজারে আগত পর্যটকগণ শহরের সুগন্ধা পয়েন্টে স্থাপিত এ ট্যুরিস্ট ডেক্স থেকে ভ্রমণসহ সব ধরনের সহযোগিতা পাবেন। কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা এখানে পালাকরে দায়িত্ব পালনের মাধ্যমে এ সেবা নিশ্চিত করবেন।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস