চাঁদপুরে ১১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
চাঁদপুরে ১১ কেজি গাঁজাসহ এক দম্পত্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার ১নং ওয়ার্ডের বল্লবপুরের আইয়ুব আলী মাতবরের ছেলে সুলতান মাতবর (২৮) ও তার স্ত্রী মনি আক্তার (২২)। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বিকেলে হাজীগঞ্জ রেলক্রসিং এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালানো হয়। বাসের যাত্রী সুলতান ও মনিরের ব্যাগে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, পুলিশ সুপার সামছুন্নাহার স্যারের নির্দেশে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে আমরা কাজ করে যাবো।
তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোনো প্রকার ছাড়া দেয়া হবে না। চাঁদপুর শহরকে সারা দেশের মধ্যে একটি মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ইকরাম চৌধুরী/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ