ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের ধর্মঘট

প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

চাকরি জাতীয়কণের দাবিতে জয়পুরহাটে অবস্থান ধর্মঘট পালন করেছে কমিউনিটি ক্লিনিক কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ২ ঘণ্টাব্যাপি অবস্থান ধর্মঘট পালন করেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত জেলার শতাধিক কর্মচারী।

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের (বিসিএইচসিপিএ) আয়োজনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রধান সমন্বয়ক ফেরদৌস হোসেন, সহকারী সমন্বয়কারী আসাদুজ্জামান মিন্টু, সদর উপজেলা প্রচার সম্পাদক তন্ময় আহম্মেদ, অর্থ সম্পাদক অনি উজ্জ্বল বর্মণ প্রমুখ।

বক্তারা বলেন, মা ও শিশুর মৃত্যুহার কমানো, নবজাতকের চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক চালু করেন, যেখানে ১৩ হাজার ৬৮১ জন হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ করেন।

এই প্রকল্পের মেয়াদ আগামী ২০১৬ সালের জুন পর্যন্ত চলবে। এরপর একদিকে গ্রামীণ জনপদের দরিদ্র মানুষরা বঞ্চিত হবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে অপরদিকে এই প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকরি হারিয়ে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে ১৩ হাজার ৬৮১ জনসহ তাদের উপর নির্ভরশীল প্রায় ৫০ হাজার মানুষকে।

তাই কমিউনিটি ক্লিনিকটি চালু রাখার পাশাপশি এখানে কর্মরত কর্মচারীদের চাকরি জাতীয়কেণের দাবি জানান বক্তারা। এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসএস/আরআইপি