ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ার যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

প্রকাশিত: ০৭:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বাস দুঘর্টনায় ৩০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো যাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলার মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ট্রাক ড্রাইভার মোতালেব হোসেন জাগো নিউজকে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর অভিমুখী (ঢাকা মেট্রো-জ-১১-০৪৮৩) সানজিদ পরিবহনটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ির স্টিয়ারিংয়ের পাতি ভেঙে যায়। এসময় বিপরীত দিক আসা একটি গাড়িকে ধাক্কা দিলে বাসটি যাত্রীসহ পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এসময় ওই গাড়ির চালক আরজুল, বাসের যাত্রী খাইরুল, মনিরুল ইসলাম, আতিয়ার, জিয়ারুলসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহত যাত্রীদের তাৎক্ষণিক উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমলা ও কাতলামারী ক্লিনিকে ভর্তি করেছেন।

আল-মামুন সাগর/এমজেড/এমএস