ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লার লাকসামে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হাসান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছালেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান ছালেহপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেল। বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ছালেহপুর এলাকার এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাবার সময় পার্শ্ববর্তী টঙ্গীর পাড় গ্রামের এক কিশোর আহত হয়। এ নিয়ে ওই দুই গ্রামের লোকজনের মাঝে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর থেকে দুই গ্রামের লোকজন লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় টঙ্গীরপাড় গ্রামের লোকজনের হামলায় ঘটনাস্থলেই ছালেহপুর গ্রামের হাসান নিহত হন।

প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেলা সোয়া ১২টার দিকে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জাগো নিউজকে জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার পর ওই এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস