ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিনায় নাসিরনগরের ২ হাজি নিহত : নিখোঁজ ৪

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মিনায় পদদলিত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই নারী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পরিবারের লোকজন।

নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের মৃত আলীম উদ্দিনের মেয়ে আমেনা বেগম (৫০) ও তার চাচাতো বোন হাসেনা খাতুন (৬০)। এছাড়া একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার বালিখোলা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে হাজী মো. আসাদুল্লাহ (৭৫), তার স্ত্রী সায়েরা বেগম (৬০), সিদ্দিক মিয়া (৬৫), তার মামা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও গ্রামের বাঙ্গালপাড়ার মৃত লাল মিয়ার ছেলে ওমর আলী (৭০)।

নিহত ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার বিজয়নগর এলাকার হাজরে আসওয়াত হজ অ্যান্ড ট্রাভেল ট্যুরস এজেন্সির মাধ্যমে আসাদুল্লাহ পরিবার ও আত্মীয়-স্বজনসহ মোট আটজন পবিত্র হজ পালনের উদ্দেশ্য গত ৩০ আগস্ট সৌদি আরব রওনা হন। গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদলিত হওয়ার সময় এই আটজন একই সঙ্গে ছিলেন।

নিখোঁজ হওয়া আসাদুল্লাহর ছেলে জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া সায়েব আলী ও আলিমুন্নেছা বাংলাদেশে তাদের পরিবারকে আমেনা বেগম (৫০) ও হাসেনা খাতুনের (৬০) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বরাত দিয়ে জসিম উদ্দিন আরো জানান, দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর বেঁচে আমেনা ও হাসেনার মরদেহ দেখতে পেয়েছেন বলে যাওয়া সায়েব আলী ও অলিমুন্নেছা দাবি করেন। তবে বাকিদের কোনো খোঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নারিসনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই হাজির মরদেহ মক্কাতেই দাফন করা হবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি