ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুলাদিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:০২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

বরিশালের মুলাদি উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপন ফরিদপুর জেলার পরানপুর এলাকার নান্নু শেখের ছেলে।

মুলাদি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ঈদ উপলক্ষে মুলাদি থানা সংলগ্ন মাঠে দিবারাত্রি ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় যুবকরা। সেখানে আলোর ব্যবস্থা করার জন্য ফরিদপুরের রিপন শেখদের ভাড়ায় আনা হয়। আজ খেলা হচ্ছেনা বলে বৈদ্যুতিক বাল্ব খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রিপন শেখ।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

সাইফ আমীন/এআরএ/পিআর