ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বিষাক্ত গ্যাসের প্রভাবে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

বগুড়ার কাহালুতে পেপার মিলের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কাহালু উপজলার শেষ সীমান্ত যোগারপাড়ায় অবস্থিত আজাদ পালস অ্যান্ড পেপার মিলে এই দুর্ঘটনা ঘটে।

বিষক্রিয়ার প্রভাবে মৃত শ্রমিকরা হলেন, কাহালুর যোগারপাড়ার আব্দুল করিমের ছেলে আদর আলী (২১), একই উপজেলার ঝিনাই গ্রামের নাজেদ আলীর ছেলে হিরা (২৮) এবং শিবগঞ্জ উপজেলার আটমুল গ্রামের কিজার উদ্দিনের ছেলে শাহাদৎ (১৯)।

পেপার মিল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে সোমবার সকালে শ্রমিকরা পেপার মিলে কাজে যোগ দেন। বেলা ১১টার দিকে তিনজন শ্রমিক মিলের বর্জ্য পরিষ্কার করার জন্য গ্যাস চেম্বারের ট্যাংকিতে নামেন। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য শ্রমিকরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজাদ পালস অ্যান্ড পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ জাগো নিউজকে জানান, এটি একটি দুর্ঘটনা। শ্রমিকরা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। তাদের পরিবারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপযুক্ত সহযোগিতা করা হবে।

লিমন বাসার/এমজেড/পিআর