ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে রাজশাহীতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। রাজশাহী মেডিকেল কলেজের সামনে সোমবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পরীক্ষার আগের দিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে ‘আপলোড’ হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৭টা ৫৯ মিনিট এবং ৮টায়ও প্রশ্নপত্র ‘আপলোড’ হয়েছে।

তারা দাবি করেন, যে প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে। তাই পরীক্ষা বাতিল করে তা নতুন করে আবার গ্রহণ করতে হবে।

মানবন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইশতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি, মাসুদ প্রমুখ।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস