জামালপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত
‘তথ্যই শক্তি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের যৌথ আয়োজনে শহরের বকুলতলা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সনাক সভাপতি এ এ কে মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, সনাক সদস্য সুকুমার চৌধুরী, অ্যাডভোকেট শামীম আরা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জাহাঙ্গীর সেলিম, আসমাউল আসিফ আকন্দ প্রমুখ।
শুভ্র মেহেদী/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ