ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১১:২১ এএম, ১৯ নভেম্বর ২০১৯

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তার নাম বাবু লাল। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের বাসিন্দা।

ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ার একটি বিস্কুটের কারখানার কর্মী ছিলেন বাবু লাল। ওই কারখানায় সোমবারের (১৮ নভেম্বর) বিমান হামলায় তিনি মারা যান। এ ঘটনায় আরও ১৫ জন বাংলাদেশি আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক নিহত বাবু লালের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লিবিয়ায় বাংলাদেশি নিহত হওয়ার কথা তাকে জনানো হয়। খোঁজখবর নিয়ে তিনি ওই বাংলাদেশির পরিচয় শনাক্ত করেন। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ