ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বিসিএইচসিপিএর অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুরে বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) অবস্থান কর্মসূচি পালন করেছে। চাকরি রাজস্বকরণ ও ট্রাস্ট (ধারা-২২ এর ঘ) ধারা বাতিলের দাবিতে সোমবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কামাল হোসাইন সরকারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর জেলা আহ্বায়ক শাকিলা বিবি নীলা, মোর্শদ আলম, জাকারিয়া আহম্মেদ, নূর মোহাম্মদ, সোলায়মান হোসেন, জহিরুল ইসলাম, হাদিউল ইসলাম, হাবিবুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, ২০১১ সালে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মী হিসেবে ১৩ হাজার ৬৮১ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) নিয়োগ দেয়া হয়। ২০১৩ সালে তাদের চাকরি জাতীয়করনের সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে সিএইচসিপিদের নামে সার্ভিস বুক ও এসিআর খোলা হয়। কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণ না করে ট্রাস্ট আইন করতে যাচ্ছে। যা তাদের জন্য আত্মঘাতির শামিল বলে মনে করছে। কর্মসূচিতে তারা অবিলম্বে ট্রাস্ট আইন বাতিল করে তাদের চাকরি স্থায়ীকরনের দাবি জানান।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস