ফরিদপুরে ভেলা বাইচ
ঈদুল আযহা উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাসপুর গ্রামের বাওড়ে শনিবার বিকেলে আয়োজন করা হয় কলা গাছের ভেলা বাইচ। বাইচের আনন্দ উপভোগ করতে দুপুর থেকেই বাওড় তীরে ভিড় জমায় আশপাশের গ্রামসহ উপজেলার বিভিন্ন বয়সী মানুষ।
বর্ষা মৌসুমে বাওড়ে পানি জমায় ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসী আয়োজন করেছে কলা গাছের ভেলা বাইচের।
নদী মাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খেলার সঙ্গে মিশে আছে নৌকা বাইচ। কিন্তু বর্তমানে নদ-নদী, বিল বাওড় এ পানি না থাকায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে জনপ্রিয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা। বাঙালির ঐতিহ্য ও প্রাণ’র এ আনন্দ ধরে রাখতে ও ঈদ আনন্দকে আরো বাড়িয়ে তুলতে জেলার মধুখালী উপজেলার প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠিত হলো কলাগাছের ভেলা বাইচ।
এই গ্রামেরই ছেলে হওয়ায় এই আয়োজনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিশিষ্ট শিল্পপতি ও টাইমস ইউনির্ভাসিটি ফরিদপুর এর পরিচালক শরিফ আফজাল হোসেন।
কোড়কদী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন শেখ জানান, গত ৩ বছর যাবৎ আমাদের এখানে নৌকা বাইচের বিকল্প হিসাবে সবাইকে আনন্দ দিতেই এই আয়োজন করা। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।
বাইচে ৩ পর্বের প্রতিযোগিতায় ১২টি দল কলা গাছের তৈরি ভেলা নিয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে একটি টেবিল ফ্যান ও একটি মোবাইল ফোন পুরস্কার দেয়া হয়।
এমএএস/পিআর