ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে চলছে বাস ধর্মঘট

প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে পূর্বাঞ্চলীয় কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সন্ধ্যায় বরিশাল-গোমা সড়কের চরামদ্দি নামকস্থানে বাস শ্রমিকদের অটোশ্রমিকরা মারধর করলে রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার বিকেল ৫ টাপর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ ছিল।

এর ফলে চরকাউয়া বাস স্টেশন থেকে হলতা, গোমা, সিদ্দিক বাজার ও লাহারহাট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঈদের সময় আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ওই রুটের হাজার হাজার যাত্রী।

প্রতক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবলীগ নেতা মঈন জোমাদ্দারের বোন অটোরিকশা করে চরকাউয়া ফেরি ঘাটের দিকে যাচ্ছিল। তখন বাস শ্রমিকরা তাকে (মঈন জোমাদ্দারের বোন) নামিয়ে দিয়ে অটো রিকশাচালককে গালাগালি করে। এ ঘটনা শুনে মঈন জোমাদ্দার তার লোকজন ও অটোরিকশার কয়েকজন চালক মিলে মিতুশি পরিবহনের চালক জাকির ও হেলপারকে মারধর করে। এর প্রতিবাদে বাস শ্রমিকরা চরকাউয়া থেকে পূর্বাঞ্চলীয় কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

বাস শ্রমিকরা জানান, এ ঘটনায় জড়িত স্থানীয় যুবলীগ নেতা  ও অটোরিকশা চালকদের শাস্তি না হলে তারা বাস ধর্মঘট প্রত্যাহার করবে না।

চরকাউয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ছবি জানান, পূর্বাঞ্চলের বিভিন্ন সড়কে বাস চলাচলে দীর্ঘদিন ধরে বাধা দিচ্ছে ওই সড়কগুলোতে চলাচলরত অটোরিকশা শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় চরামদ্দি বাজার এলাকায় অটোরিকশা শ্রমিকরা সড়কের ওপর গাছের গুড়ি ফেলে বাস চলাচলে বাধা দেয় এবং কয়েকজন বাস শ্রমিককে মারধর করে। এরপর থেকে চরকাউয়া থেকে সবগুলো রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বরিশাল বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে চরকাউয়া স্টেশন থেকে সবগুলো রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এনিয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ জানায়নি।

সাইফ আমীন/এমএএস/পিআর