ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার বিতরণ
ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার, পরিবাবের সদস্যদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ এবং গুণীজন সংবর্ধনা ও সন্মাননা প্রদান করেছে `জাগ্রত মানবতা` নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় লাহীড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।
জাগ্রত মানবতা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলী আসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের বালীয়াডাঙ্গী উপজেলার সভাপতি মোহাম্মদ আলী, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস ছালাম, বালিয়াডাঙ্গী উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, জাগ্রত মানবতা সংগঠনের উপদেষ্টা ভোলা নাথ চ্যাটার্জী, সহিদুর রহমান, আব্বাস আলী, মোজাহারুল ইসলাম, জিল্লুর রহমান, আবু হায়াত নুরুনবী, সমর কুমার চ্যাটার্জী, আনিসুর রহমান, রমজান আলী, সহ-সভাপতি জিৎ সিংহ (ছটকু), সাধারণ সম্পাদক লিটন পারভেজ প্রমুখ।
আলোচনা শেষে সীমান্ত এলাকার চাড়ল, পাড়িয়া, ধনতলাসহ বেশ কয়েকটি ইউনিয়নের ৩০জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার, প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা ও শাড়ি বিতরণ করা হয়। এ সময় সেচ্ছায় রক্তদাতা ১০ জন ও গুণীজন ২০ জনকে সংবর্ধনা ও সন্মাননা প্রদান করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সংঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ আইডলের খোকাসহ স্থানীয় শিল্পীরা।
রবিউল এহসান রিপন/এআরএ/পিআর