কসবায় ট্রেন দুর্ঘটনা : কুমিল্লায় আটকে আছে জালালাবাদ এক্সপ্রেস
ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনার পর কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার খবর জানতে কুমিল্লা রেলওয়ে স্টেশনেও উৎসুক জনতা ভিড় করেছে।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে আনা হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একজন শিশু। এদের মধ্যে ১০ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর