ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালী উপকূলে ঘূর্ণিঝড় বুলবুল’র তাণ্ডব, একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:৪০ এএম, ১০ নভেম্বর ২০১৯

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে পটুয়াখালী উপকূল। রোববার ভোররাতে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলায় গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফিকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুললে প্রভাবে গতকাল শনিবার রাত থেকে জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে।

নিহত হামেদ ফিকির মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত ইয়াসিন ফকিরের ছেলে।

মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত ইসলাম জানান, উত্তর রামপুর এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফিকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. গোলাম সরওয়ার জানান, ঘূর্ণিঝড় বুলবুলে কারণে ঘরচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠপর্যায়ে কাজ করছে। জেলা জুড়ে বৃষ্টি চলছে, একটু সময় লাগবে। বৃষ্টি থামার পর বিস্তারিত জানা যাবে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৩ কিলোমিটার। শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে বৃষ্টি চলছে।

মহিবুল্লাহ চৌধুরী/আরএআর/এমএস