ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলছড়িতে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ময়ের হোসেন ওরফে মনির (৫০) নামে এক ডাকাতকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ময়ের হোসেন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

এলাকাবাসী  জানান, মনির হোসেন একজন পেশাদার ডাকাত। তার নেতৃত্বে ফুলছড়ির বিভিন্ন চরে ডাকাতি সংঘটিত হত। শুক্রবার সকাল থেকে ময়ের হোসেন ১০-১২ জন সশস্ত্র ডাকাত নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছিল। ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ১০টার দিকে ডাকাতদল নৌকায় উঠলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ডাকাত বলে চিৎকার করে। এসময় অন্যরা বিচ্ছিন্নভাবে দৌঁড়ে পালিয়ে গেলেও ময়ের হোসেনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ময়ের হোসেনের মৃত্যু হয়।  

ফজলুপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সামা জানান, কিছুদিন আগে পুলিশ ময়ের হোসেনের বাড়িসহ বেশ কিছু ডাকাতের বাড়ি ভেঙে দেয়। এরপর থেকে ময়ের  হোসেন পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু ঈদের রাতেও ময়ের হোসেনের নেতৃত্বে একদল ডাকাত বেশ কিছু বাড়িতে হানা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জামাল উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে ময়ের হোসেন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ময়ের হোসেনের পরিবার শনিবার ফুলছড়ি থানায় একটি হত্যা মামলার দায়ের করেছে। দুপুরের পর লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অমিত দাশ/ এমএএস/পিআর