ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলাসহ উপকূলে ইলিশ ধরা নিষেধ

প্রকাশিত: ১০:০৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

ভোলাসহ উপকূলীয় মেঘনা তেঁতুলিয়া আর সাগর মোহনায় মা ইলিশের ডিম ছাড়াও ভরা প্রজনন নিশ্চিত করতে আজ শুক্রবার থেকে ১৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।

২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকছে। ওই সময় ভোলা জেলার সকল মাছ ধরার আড়ৎ ও বরফকল সিলগালা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে মাছ ধরা ট্রলারগুলোকে বিভিন্ন খাল এলাকায় আটক অবস্থায় রাখার সিদ্ধান্ত নেয় ভোলা সদর উপজেলা প্রশাসন।

পুলিশ ও কোস্টগার্ড ওই সিদ্ধান্তে একমত হয়ে অভিযান শুরু করেছে। অভিযান সফল করতে সভা সমাবেশ করা হয়েছে। জেলে পল্লী ও নদীর পাড়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জাগো নিউজকে জানান, আর্শ্বিন মাসের পূর্ণিমার জোঁয়ার ধরে ইলিশের ভরা প্রজনন সময় শুরু হয়। বিগত বছরগুলোতে এ সময় ১০ দিন, গত বছর ১১ দিন এবার ১৫ দিন রাখা হয়েছে। এ ১৫ দিন মাছ না ধরলে  ইলিশ মাছ নিবিঘ্নে ডিম ছাড়তে পারবে।

জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, একটি ইলিশের ডিম থেকে কম পক্ষে ৭ লাখ থেকে ১০ লাখ ইলিশ মাছ হতে পারে। তাই এসময় মা ইলিশ রক্ষা করা জরুরি।
এবছর সারাদেশেই এ আইনে মাছ ধরা, মাছ বিক্রি, পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উপকূলের ৩৩০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়স্থল হিসেবে চিহ্নিত হলেও এবার উপকূলের ৯ জেলায় ডিম ছাড়ার জন্য উপযোগী বলে জানান মৎস্য বিশেষজ্ঞরা।

মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় জেলেরা পাড়ে ফিরে আসতে শুরু করেছে।

অমিতাভ অপু/ এমএএস/পিআর