ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কর্ণফুলি ইপিজেডে বিপুল পরিমাণ মদ উদ্ধার

প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০১৪

চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলি ইপিজেডের (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) এইচ অ্যান্ড কোম্পানি লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম উপ-অঞ্চলের একটি দল। শনিবার বিকেল ৪টা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন এর নেতৃত্বে এ মদ উদ্ধার করা হয়।
 
এ সময় কোম্পানিটির ৬ কর্মকর্তা-কর্মচারিকে আটক করা হয়। আটকরা হলেন- কোম্পানির হিসাবরক্ষক বোরহান উদ্দিন, বিপনন কর্মকর্তা শোয়েব বিন জামাল, স্টোর কিপার ইসমাঈল, খাদ্য সরবরাহকারী জুয়েল রানা, পিয়ন খোকন এবং ড্রাইভার আবু তালেব ও মিজান।

আসলাম হোসেন জানান, প্রাথমিক গণনায়  ৪২ হাজার ৬৫৬ বোতল মদের হিসাব পাওয়া গেছে। অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
 
অভিযানের সময় র‌্যাব-৭ এর একটি দল এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।