ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাটাইলে ঈদগাহ ময়দানে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইলে দু`দল গ্রামবাসীর ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে মাঠ নিয়ন্ত্রণ ও সংঘর্ষ এড়াতে আগামীকাল শুক্রবার ঘাটাইল উপজেলার ভোজদত্ত্ব দাখিল মাদরাসায় ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে এ আদেশ জারি করে ঘাটাইল ও কালিহাতী উপজেলায় মাইকিং করা হয়।

টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে ঘাটাইল উপজেলার ভোজদত্ত্ব ও কালিহাতী উপজেলার পূর্ব বাসিন্দা গ্রামবাসীর মধ্যে ওই মাদরাসায় ঈদের নামাজ আদায় করা নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল ভোজদত্ত্ব দাখিল মাদরাসায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃংখলা বহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

এমএএস/এমএস