ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় সহিংসতা : ফুটেজ দেখে আরও একজনকে গ্রেফতার

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতায় চারজন নিহতের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আলামিন (২৫) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে হামলা মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে বুধবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত হোসেনের ছেলে আলামিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. সানাউল হক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২০ আক্টোবর সমাবেশ ডাক দেয় ‘তৌহিদি জনতা’। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে বোরহানউদ্দিন থানায় পৃথক দুটি মামলা করা হয়। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন হয়।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/পিআর