ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তে বিজিবির সতর্কতা

প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৫

রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচাররোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফট্যানেন্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কোরবানির পশুর চমড়া যেন চোরাকারবারীরা কোনোভাবেই সীমান্ত দিয়ে ভারতে পাচার করতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরসহ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/পিআর