ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থী নেতা নিহত

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থী নেতা মবজেল নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে লেবুতলা ইউনিয়নের সরশুনাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মবজেলের বাড়ি সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মবজেল সরশুনাদহ গ্রামের রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেল করে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী জাগো নিউজকে জানান, বুকে গুলিবিদ্ধ হয়ে মবজেল নিহত হয়েছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

মিলন রহমান/এসএস/পিআর