ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী থেকে ফিরতি ট্রেনের টিকিট দেয়া শুরু

প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদ-উল-আযহা শেষে কর্মমুখী মানুষের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে বুধবার সকাল ৯টা থেকে রাজশাহী রেলস্টেশনে অগ্রিম টিকিট দেয়া শুরু হয়েছে। ফলে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে। টিকিট পর্যাপ্ত আছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

বুধবার দেয়া হচ্ছে ২৭ সেপ্টেম্বরের টিকেট, বৃহস্পতিবার দেয়া হবে ২৮ সেপ্টেম্বরের টিকেট ও শনিবার দেয়া হবে ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিট।

তবে এই ঈদেও রাজশাহী-ঢাকা রুটে নেই কোনো স্পেশাল ট্রেন। যাত্রীদের চাপ সামলাতে বুধবার থেকে আন্তঃনগর ট্রেনে একটি করে বগি যুক্ত করার কথা রয়েছে। লোকবল ও বগি সঙ্কটের কারণে কোনো স্পেশাল ট্রেন দেয়া হয়নি।  

এদিকে, রাজশাহী থেকে এই ঈদেও কোনো স্পেশাল ট্রেন না থাকায় নিয়মিত রেল যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন কর্মস্থলে থাকা ঘরমুখো মানুষ এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন জাগো নিউজকে জানান, রাজশাহী থেকে ঘরমুখী মানুষের খুব একটা চাপ থাকে না। তারপরও ইচ্ছে থাকলেও জনবল ও ট্রেন সঙ্কটের কারণে রাজশাহী-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়নি। তবে ট্রেনগুলোতে বাড়তি বগি সংযোজন করা হয়েছে।  

তিনি আরো জানান, রাজশাহী-ঢাকা রুটে চলাচলরত সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতু আন্তঃনগর ট্রেনের প্রতিটির সঙ্গে ৯২ আসনের একটি করে অতিরিক্ত বগি সংযুক্ত করা হয়েছে। তবে, এই ঈদে পশ্চিমাঞ্চল রেলের যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সিসি ক্যামেরায় মনিটরিং ছাড়াও থাকছে বিশেষ টহল। রেলস্টেশনের নিরাপত্তায় ও টিকিট কালোবাজারীদের ধরতে রেলওয়ে পুলিশ, জিআরপি পুলিশের পাশাপাশি বিশেষ টহলে রয়েছে র্যাব।

শাহরিয়ার অনতু/এমজেড/পিআর