চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম মহানগরীত বাস টেম্পুকে ধাক্কা দেয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। বুধবার সকাল নয়টার দিকে নগরীর দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. নাঈম (২০) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। নিহত মো. নাঈম (২০) নোয়াখালী জেলার রামগতি থানার আজিজ বেপারির ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী চার্লস জানান, বহদ্দারহাট থেকে আসা ১০ নম্বর সিটি সার্ভিস বাসটি দেওয়ানহাট ওভারব্রিজ থেকে বেপরোয়া গতিতে নিচের দিকে এসে একটি যাত্রীবাহী টেম্পুকে সজোরে ধাক্কা দিলে টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়। এরপর বাসটি পাশের একটি ঝুপড়ি দোকানে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেওয়ানহাটে বাস-টেম্পুর মুখোমুখি সংঘষের্র ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএইচএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ