ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল সদর হাসপাতালে ৭ দিন ধরে পানি নেই

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

বরিশাল সদর হাসপাতালে গত ৭ দিন ধরে পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। পানি না থাকায় ওয়ার্ড থেকে শুরু করে পুরো হাসপাতাল দুর্গন্ধময় হয়ে ওঠেছে। বার বার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করছেন চিকিৎসকরা। এছাড়া চিকিৎসা নিতে আসা অনেক রোগী ফেরত যাচ্ছে বলেও অভিযোগ ওঠেছে।

জানা গেছে, গত ৭ দিনে হাসপাতাল ত্যাগ করেছে ৭০ রোগী। দুর্ভোগের মধ্যে রয়েছেন আরো ৬৫ জন রোগী। পানি না থাকায় রোগীরা গোসল করতে পারছেন না। ওয়ার্ডের ফ্লোর থেকে শুরু করে টয়লেট পরিস্কার বন্ধ রয়েছে। দুর্গন্ধে রোগীদের চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতলের অভ্যন্তরের নলকূপ থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ করছে।

হাসপাতালে ভর্তি হওয়া একাধিক রোগী ও স্বজনরা জানান, গত ১৫ সেপ্টেম্বর থেকে পানির লাইনে পানি আসছে না। বিষয়টি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক থেকে শুরু করে নার্স ও আয়াদের জানানো হয়েছে। তারা জানান পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ সচল হবে তা তারা জানাতে পারেননি।

বিষয়টি নিয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন জানান, পানি না থাকার কারণে ১৩৫ রোগীর মধ্যে বর্তমানে ৬৫ রোগী অবস্থান করছে। এর মধ্যে ৩০ জনই ডায়রিয়া রোগী। পানি না থাকার কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা আরো সমস্যায় পড়ছে।

তিনি আরো জানান, পানির পাম্প সচল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে জানানো হলেও তারা বিভিন্ন অজুহাত তুলে পাম্প সচল করতে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী অশোক কুমার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে পাম্প সচল করতে সময় লাগছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সাইফ আমীন/আরএস/এমএস