রাস্তায় ফেলে যাওয়া শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড়
রাস্তায় ফেলে যাওয়া এক মাস বয়সী কন্যাশিশুটি পঞ্চগড় সদর হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা কেন্দ্রে রয়েছে। পাশাপাশি শিশুটির মা রিমু আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
তবে ঘটনার পর থেকে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালসহ প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ফুটফুটে শিশুটিকে নিজের সন্তান হিসেবে দত্তক নিতে পুলিশ সুপারসহ জেলা প্রশাসকের কাছে গেছেন কেউ কেউ।
তবে শনিবার বিকেল পর্যন্ত শিশুটির মায়ের খোঁজ পায়নি পুলিশ। কিন্তু রিমু আক্তারের বাবা জেলা সদরের ভীতরগড় এলাকার আইবুল ইসলামসহ শিশুটির নানা বাড়ির পরিবারের সদস্যরা তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার রাতে এক মাসের শিশুকে রাস্তায় ফেলে পালিয়ে যান মা রিমু আক্তার। জেলা সদরের কামাতপাড়া মহল্লার গলির রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। খবর পেয়ে জেলা এবং জেলার বাইরে থেকে অসংখ্য মানুষ শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন।
সদর হাসপাতালের চিকিৎসক সিরাজউদ্দৌলা পলিন বলেন, হাসপাতালে ভর্তির আগে থেকেই শিশুটি সুস্থ ছিল এবং এখনো সুস্থ রয়েছে। হাসপাতালে শিশু রোগী নিয়ে আসা মায়েদের মাধ্যমে শিশুটির খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশুটিকে খাওয়ানোর জন্য বাইরে থেকে দুধের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সার্বক্ষণিক শিশুটির খোঁজখবর রাখা হচ্ছে। হাসপাতালে শিশুটি ভালো রয়েছে। পুলিশ শিশুটির মায়ের খোঁজ করছে। আমরা চাই মায়ের কোলেই শিশুটিকে ফিরিয়ে দিতে। তার কি সমস্যা সেটাও আমরা দেখব। প্রয়োজনে তাকে শিশুটি লালনপালনে সবরকম সহায়তা দেব। কিন্তু এখন পর্যন্ত শিশুটির মায়ের খোঁজ পাওয়া যায়নি। অনেকেই শিশুটিকে দত্তক নিতে চেয়েছেন। সব কিছু ভেবে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
সফিকুল আলম/এএম/এমকেএইচ