ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জেন্টস পার্লারের’ নামে পতিতালয়, ধরা পড়লেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৯

সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিদুল ইসলাম বলেন, যুবলীগ নেতা তুহিন সাতক্ষীরা শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে ‘জেন্টস পার্লারের’ নামে মিনি পতিতালয় গড়ে তুলেছেন। গত ৭ অক্টোবর সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওসি মহিদুল ইসলাম আরও বলেন, ওই ঘটনায় তুহিনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করে পুলিশ। এরপরই পৌর যুবলীগের সভাপতি পদ থেকে তুহিনকে বহিষ্কার করা হয়। মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তুহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ