ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ১২:০৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

নরসিংদীর মনোহরদীতে চাঞ্চল্যকর মাহফুজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ। বিচারক প্রত্যেক যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো মনোহরদী উপজেলার কাহেতের গাঁওয়ের আইন উদ্দিনের ছেলে ফরিদ মিয়া। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন, একই গ্রামের মোস্তফা হোসেন, জাকির হেসেন বাবুল, সিয়াম মিয়া ওরফে বাবু, তৌহিদ মিয়া, ছানাউল্লাহ, দুলাল মিয়া, জয়নাল।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ নভেম্বর কাহেতের গাঁও গ্রামের আ. সাত্তার ওরফে মনির উদ্দিনের ছেলে নিহত মাহফুজ মিয়া বাড়িতে অবস্থান করছিলেন। সকাল পৌনে সাতটার দিকে ফরিদ মিয়া ও তার সহযোগী মোস্তফা হোসেন, জাকির হেসেন বাবুল, সিয়াম মিয়া ওরফে বাবু, তৌহিদ মিয়া, ছানাউল্লাহ, দুলাল মিয়া, জয়নাল লাঠি-শোটা ও ছুড়ি নিয়ে তার বাড়িতে এসে ডাকাডাকি শুরু করেন। তাদের ডাকাডাকিতে মাহফুজ মিয়া ঘর থেকে বের হয়ে আসেন। ওই সময় ফরিদ মিয়া ও তার সহযোগীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাহফুজকে ছুরিকাঘাত করেন।

তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ফরিদ উদ্দিকে প্রধান আসামি করে মনোহরদী থানায় আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আ. সাত্তার ওরফে মনির উদ্দিন।

মামলার দীর্ঘ তদন্ত শেষে আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মনোহরদী থানা পুলিশ। পরে আদালতের বিজ্ঞ বিচারক ১৫ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে এ আদেশ প্রদান করেন।

সঞ্জিত সাহা/এমজেড