ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুরির অপবাদ সইতে না পেরে কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ১১:৩০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

যশোরের কেশবপুরে চুরির অপবাদ সইতে না পেরে এক কিশোর আত্মহত্যা করেছে। মৃত শরিফুল ইসলাম (১৪) কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের এলাহি সর্দারের ছেলে। কীটনাশক পানের পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা আত্মহত্যা প্ররোচনা মামলা করায় পুলিশ একজনকে আটক করেছে।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জাগো নিউজকে জানান, কিশোর শরিফুল ইসলাম কেশবপুরের চালিতাবাড়িয়া এলাকার আবু তাহেরের বীজ ও কীটনাশকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। সোমবার ওই দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি যায়। এ ঘটনায় আবু তাহের, তার ছেলে শামসুর রহমান কিশোর শরিফুলকে অভিযুক্ত করে বকাঝকা করে। এই চুরির অপবাদ সইতে না পেরে সে সন্ধ্যায় দোকানের কীটনাশক পান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  
এ ঘটনায় শরিফুলের বাবা এলাহি সর্দার বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে কেশবপুর থানায় মামলা করেছেন। এ মামলায় পুলিশ আবু তাহেরের ছেলে শামসুর রহমানকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

মিলন রহমান/এমজেড/আরআইপি