ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেমিকের প্রতারণা, প্রেমিকার আত্মহত্যা

প্রকাশিত: ১০:১৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

পিরোজপুরের জিয়ানগরে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে এক প্রেমিকা আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার চরণী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রেমিকের বাবা আলতাফ মাল ও চাচা ইউসুফ মালকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে সালমা আক্তার (২২) একই গ্রামের কাপড় ব্যবসায়ী ইব্রাহিম মালের (২৮) ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এই সময়ের মধ্যে প্রেমিক ইব্রাহিম বিয়ের কথা বলে তার (প্রেমিকা) কাছ থেকে একলাখ টাকাও নেয়। সম্প্রতি প্রেমিক ইব্রাহিম গোপনে অন্য জায়গায় বিয়ে করে। এঘটনায় সোমবার রাতে উভয়পক্ষ সালিসে বসে ঘটনাটি মিমাংসা করার জন্য। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ওই রাতেই প্রেমিকা কিটনাশক পান করে আত্মহত্যা করেন।

এ ঘটনার পর থেকে প্রেমিক ইব্রাহিম আত্মগোপনে রয়েছেন। জিয়ানগর ইন্দুরকানী থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক জানান, যুবতীর লাশ পোস্টমর্টেম করা হয়েছে। এ ঘটনায় প্রেমিকের বাবা ও চাচাকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

হাসান মামুন/এমএএস/আরআইপি