ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় ৩ অক্টোবর দোকান-পাট বন্ধের ঘোষণা

প্রকাশিত: ০৭:২৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

বর্ধিত লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর অর্ধদিবস খুলনা মহানগরীতে দোকানপাট বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে খুলনার ব্যবসায়ী সমাজ। একই দিনে নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ করার ঘোষণাও দিয়েছেন তারা। এই কর্মসূচিতে ৭০টির বেশি ব্যবসায়ী সংগঠন অংশগ্রহণ করবে।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন ব্যবসায়ী সমাজের পক্ষে খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তিনি গত ৩ সেপ্টেম্বর এই বিষয়ে একটি কমিটি গঠন করেন। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি হ্রাস করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।

সাইফুল ইসলাম বলেন, আগামী ৩ অক্টোবর কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী বরাবর আবারো স্মারকলিপি প্রদান এবং অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ওয়াহিদুজ্জামান খান পল্টু, মো. আব্দুল গফফার, মো. আসাদুজ্জামান, মো. খুরশিদ আলম কাগজি, মো. নজরুল ইসলাম প্রমুখ।

আলমগীর হান্নান/এসএস/পিআর