ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ২৮ হাজার দুস্থের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত: ০৭:১০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রোববার থেকে শুরু হয়ে  মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রায় ২৮ হাজার দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার মহেড়া, জামুর্কী, বানাইল ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২৮ হাজার দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভা এলাকায় ৩ হাজার ৮১জন, গোড়াই ইউনিয়নে ২ হাজার ৫৬৬, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নে ১ হাজার ৮শ এবং বাকি ইউনিয়নগুলোতে ১ হাজার ৭শ ভিজিএফের কার্ড দেয়া হয়েছে।

মির্জাপুর উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো. সেলিম রেজা বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হিসেবে এ উপজেলায় ২৮ হাজার দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
 
এসএস/পিআর